দাদপুরে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে উত্তেজনা, কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান
হুগলি | সিঙ্গুর টিভি নিউজডেস্ক | বুধবার | ৩১ ডিসেম্বর ২০২৫
হুগলির দাদপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। বুধবার বেলা সওয়া ১২টা নাগাদ দাদপুরে পৌঁছনোর পরই একদল উত্তেজিত বিক্ষোভকারীর মুখোমুখি হন তিনি। অভিযোগ, তাঁকে দেখামাত্রই কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভিড়ের মধ্য থেকে হুমায়ুন কবীরকে লক্ষ্য করে ‘বিজেপির দালাল’ বলে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। এর জেরেই মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাদপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কিছু সময়ের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার পর হুমায়ুন কবীরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসেরই কিছু কর্মী পরিকল্পিতভাবে তাঁর উপর চড়াও হন এবং তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হুগলির দাদপুরে মুসলিমদের বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এ দিন দাদপুরে গিয়েছিলেন হুমায়ুন কবীর। আর সেই প্রস্তুতির মধ্যেই তাঁকে ঘিরে এই রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
#Dadpur #HooghlyNews #HumayunKabir #TMC #PoliticalTension #BishwaIjtema #WestBengalPolitics





