রাহুল গান্ধীর জন্মদিনে সাজলো ডানকুনি
সেখ মাবুদ আলী, ডানকুনি, হুগলী : রাহুল গাঁধীর জন্মদিনে সেজে উঠেছে ডানকুনি টাউন জাতীয় কংগ্রেসের কার্যালয়!
এদিন দুপুরে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন জাতীয় কংগ্রেসের টাউন সভাপতি হিসাবুদ্দিন রহমান। স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে কেক কেটে মিষ্টি বিলি করা হয়।
জন্মদিনে রাহুল গান্ধীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। তিনি বলেন আজ রাষ্ট্র নেতা রাহুল গান্ধীর জন্মদিন, এই শুভ দিনে অশুভ শক্তির বিনাশ হোক, আমি রাহুল গান্ধীজীর দীর্ঘায়ু কামনা করছি। আমরা আগামীতে রাহুল গান্ধীজিকে প্রধানমন্ত্রী দেখতে চাই।