স্বস্তির বৃষ্টিতে ডেঙ্গু সর্তকতা জারি স্বাস্থ্য দপ্তরের
সুমন পাত্র, চন্দ্রকোনা রোড :- পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে অঝোর ধারায় ঝরলো বৃষ্টি। ক্ষতির মুখে তিল চাষিরা। ডেঙ্গু নিয়ে সতর্ক করলো স্বাস্থ্য দপ্তর।
সময়টা ঠিক বিকেল তিনটে। হঠাৎই চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ থেকে বিলা, সাতবাঁকুড়া থেকে সারবেড়া প্রবল বৃষ্টির মুখোমুখি হল পুরো চন্দ্রকোনারোড। হালকা বজ্র পাত সহ অঝোর ধারায় ভিজলো চন্দ্রকোনা রোড এর মাটি। বৃষ্টির ফলে জল জমেছে মাঠে ঘাটে। জলস্তর বেড়েছে কুবাই নদীতেও। মাঠ ঘাট নদী পুকুর ডোবা থেকে কু্ঁয়োর জল স্তর বাড়ায় খুশি চন্দ্রকোনারোডের একাংশ।
বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে রাস্তায় মিলে রাখা তিল চাষীদের তিল। কিছু কিছু তিল চাষীর অভিযোগ রোজ এভাবে বৃষ্টির ফলে ক্ষতি হচ্ছে তিলের। প্রচ্ছন্নভাবে হলেও একই অভিযোগ বাদাম চাষীদেরও। সাতবাঁকুড়ায় বাদাম চাষ করা হয়েছে ভালোভাবেই। অপরদিকে প্রবল বৃষ্টির ফলে চাষবাসের সুবিধা হবে বলেও জানিয়েছে অনেক চাষী।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে বৃষ্টির ফলে এই সময় ডেঙ্গুর উপদ্রব বাড়ে তাই সতর্ক থাকুন বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না।
পরিশেষে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে এই স্বস্তির বৃষ্টিতে ভিজে খুশি গোটা চন্দ্রকোনারোড।