আবারো খবর করতে গিয়ে আক্রান্ত হলেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, ডানকুনি, হুগলী, ২২ আগস্ট ২০২৪ :
হুগলী জেলার ডানকুনিতে খবর করতে গিয়ে বুধবার ২১ আগস্ট ২০২৪ এ আক্রান্ত হলেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক।
এ’দিন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বিকি মান্না বিবৃতিতে জানান, “তারা একটি অবৈধ পার্কিংয়ের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। তার কথায় তাকে চল্লিশ জন মিলে পিটিয়েছে এমনকি তার থেকে মোবাইল ফোন (যেটির সহায়তায় ভিডিওগ্রাফি করছিলেন) অবধি কেড়ে নেওয়া হয়েছে।”ওনার সাথে উপস্থিত ছিলেন আরেক মহিলা সাংবাদিক। মহিলা সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন যে, খবর করতে গিয়ে তাকে ও তার চিত্র সাংবাদিক কে চরম হেনস্থা করা হয়। এই ঘটনার জোরালো প্রতিবাদ জানায় ” WBNPRWA” (West Bengal News Portal Reporters Welfare Association) সংগঠন সহ অন্যান্য সাংবাদিকরা।
উক্ত ঘটনায় আবারো প্রমাণিত হলো রাজ্যের জেলায় খবর সংগ্রহ করতে গেলে ডিজিটাল মিডিয়াকে একে একে অপরের পাশে থাকা কতটা প্রয়োজনীয়তা আছে। ঘটনার পর সাংবাদিক বিকি মান্না হাসপাতালে ভর্তি হয়।
অভিযোগ রজু করা হয় ডানকুনি থানায়। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টা পর অভিযুক্ত নয়জন ব্যক্তি’কে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ প্রশাসন। সূত্র মারফত জানা গিয়েছে, রাজনৈতিক দলের সাথে যুক্ত অভিযুক্তের কয়েকজন। যদিও যে হোটেলের অবৈধ পার্কিং নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক বিকি মান্না, সেই হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনোরকম অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য এই একই রাজনৈতিক দলের দুজন সাংবাদিক এর আগে মদ্যপ অবস্থায় সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তীকে আক্রমণ করেছিলো এবং ফোন থেকে ভিডিও ডিলিট করতে চেয়ে ফোন ভাঙতে অব্দি গিয়েছিলো। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় হুগলীর উত্তরপাড়া থানায়। তার পরে তার পাশে দাড়ায় ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সংগঠন এর আগেও একাধিক সাংবাদিকের বিপদে পাশে নেমেছিল । ডানকুনি এই ঘটনায় তীব্র নিন্দা জানায় এই সাংবাদিক সংগঠন ও।