আবারও এক আন্তর্জাতিক মানের স্থাপত্য পেতে চলেছে পশ্চিমবঙ্গ, তাও আবার কলকাতায়। হ্যাঁ ঠিকই দেখছেন, জানা যাচ্ছে আগামীকাল নিউটাউনে দূর্গা অঙ্গন (Durga Angon Newtown Kolkata) শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কি উদ্দেশ্যে তৈরী হচ্ছে আর খরচ কত? সবটাই রইল আজকের প্রতিবেদনে।
নিউটাউনে দূর্গা অঙ্গন | Durga Angon New Town
বাঙালিদের বছরের সবচেয়ে বড় উৎসব তথা দুর্গাপুজো ২০২১ সালে UNESCO এর তরফ থেকে ‘Intangible Cultural Heritage of Humanity’ সন্মান পেয়েছে। তাই এই ঐতিহ্যে নতুন পালক যোগ করতেই তৈরী হচ্ছে এই দূর্গা অঙ্গন। যেখানে নিত্য পুজো তো হবেই, সাথে দুর্গোৎসবের সময় বড় করে পুজোর আয়োজন করা হবে।
শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
অনেকের মনেই প্রশ্ন জাগছে ঠিক কোথায় হচ্ছে এই দূর্গা অঙ্গন? উত্তর হল, নিউটাউন বাস স্ট্যান্ডের উল্টোদিকে অ্যাকশন এরিয়া ওয়ানেই প্রায় ১৭ একরেরও বেশি এলাকা জুড়ে তৈরী হবে এই স্থাপত্য। যার প্রাথমিক নকশা তৈরী। মন্দিরের মত এক বিরাট ফটক, তারপর ভেতরে ঢুকলেই মাঝ বরাবর মার্বেলের রাস্তা ও দুই ধরে থাকবে সবুজ ঘাসের চাদর। মার্বেলের রাস্তা ধরেই পৌঁছাতে হবে মন্দিরে।
আশা করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যেমন বাংলার মুকুটে নয়া পালক যোগ করেছে তেমনি তৈরী হওয়ার পর এই দূর্গা অঙ্গনও নয়া আকর্ষণ হয়ে উঠবে দর্শনার্থীদের কাছে।
আরও পড়ুনঃ GUSTA 2025: শ্রীরামপুরে প্রথমবারের মতো ঐতিহ্য ও পর্যটন উৎসব
প্রসঙ্গত, সেই ২০১১ সাল থেকেই ধীরে ধীরে নিউটাউনকে সাজিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইকো পার্ক থেকে শুরু করে বাক্স মিউজিয়াম, সিনিয়ার সিটিজেন পার্ক থেকে নানান জায়গায় ছুটির দিনে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মত। এবার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে দূর্গা অঙ্গন, এমনটাই আশা প্রশাসনের।

