১৫ তম বর্ষে জুনিয়র বান্ধব সমিতি সেজে উঠলো রেডিও সজ্জায়
সৌরভ আদক, সিঙ্গুর ২, হুগলী :
বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দুর্গাপুজার আবহে সর্বধর্ম মানুষ একসাথে একাত্ম হয়ে চিন্ময়ী’র আরাধনা’য় ব্রত হয়েছেন।
সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপনন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না, সিঙ্গুর ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপীকা মাঝি, প্রাক্তন প্রধান কার্তিক চন্দ্র মাঝি, সমাজসেবী গৌতম মোদক।
নতুন বাজার জুনিয়র বান্ধব সমিতির পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করলো।
‘তার বেতার’, রেডিও আজকালের দিনে উঠে যাচ্ছে। রেডিও মানুষ প্রায় ভুলতে বসেছে। সেই স্মৃতিকে স্মরণে রেখেই তাদের এবারের থিম।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া মণ্ডপে ফুটে উঠেছে।
মা সেজে উঠেছে সাবেকিয়ানায়।
রিক্সায় রেডিও ফুটে উঠেছে।
মণ্ডপে রেডিও ফুটে উঠেছে চারিপাশে, যা শিশু মনকে জাগিয়ে তোলে।