ব্যান্ডেল পঞ্চায়েত এলাকায় নির্বিচারে বৃক্ষনিধন, প্রকাশ্য দিবালোকে চলছে পরিবেশ লুঠ
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : হুগলী জেলার ব্যান্ডেলের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রকাশ্য দিবালোকে চলছে বেআইনি বৃক্ষ নিধন। অভিযোগ, এলাকার প্রভাবশালীদের মদতেই একের পর এক গাছ কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে কারখানা ও ব্যবসায়িক পরিসর। আজ সকালে ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত জিটি রোড সংলগ্ন কার হসপিটালের পাশে একটি কারখানার ভিতর থেকে বহু গাছ কেটে ফেলার ঘটনা সামনে আসে।
হঠাৎ করেই স্থানীয় বাসিন্দারা ব্যাপারটি টের পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। গাছ কাটা রুখতে চেষ্টা করলেও ততক্ষণে দৌরাত্ম্যকারীরা বহু গাছ মাটিতে ফেলে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে এলাকাবাসী বাধ্য হয়ে ব্যান্ডেল পিপি-র পুলিশের শরণাপন্ন হন। খবর পেয়ে পুলিশ এসে গাছ কাটার সঙ্গে যুক্ত সকলকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই অপারেশনের আসল পান্ডা এখনো অধরা, অভিযোগ স্থানীয়দের।
ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান স্পষ্ট জানান,
“গাছ কাটার জন্য আমাদের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রশাসন যা উপযুক্ত মনে করবে, সেটাই করবে।”
অন্যদিকে বনদপ্তর সূত্রে জানা গেছে, বেআইনি বৃক্ষ নিধনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন—
“কার স্বার্থে এই গাছ হত্যাকাণ্ড? দিনের বেলায় এত বড় অপারেশন চললেও প্রশাসন আগে টের পেল না কেন?”
বৃক্ষছেদনের বিষয়ে গর্জে উঠলেন পরিবেশকর্মী শেখ মাবুদ আলী। তিনি এই ঘটনা সম্পর্কে এতটাই বিরক্ত, তিনি সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের বনদপ্তরকে ইমেইল করে অভিযোগ জানালেন এবং সংবাদমাধ্যমকে বলেন, ‘এই আইনের পরিবর্তন হওয়া দরকার।’
পরিবেশ রক্ষার নামে প্রচার চললেও মাঠে-ঘাটে যে বিনা বাধায় সবুজ নিধন চলছে, ব্যান্ডেলের এই ঘটনা যেন তার ফের প্রমাণ।



