আইএসপির উদ্যোগে ডেপুটেশন বামেদের বিডিও’র কাছে
সাহেব দাস, তারকেশ্বর, হুগলী :
মঙ্গলবার দুপুর তিনটের সময় তারকেশ্বর ব্লকের তারকেশ্বর বিডিও অফিসে বামেদের গুরুত্বপূর্ণ শরিক আর এস পি-এর উদ্যোগে ১৪ দফা দাবি নিয়ে তারকেশ্বর বিডিওতে বিডিও-এর কাছে জমা দেওয়া হয়েছে।
১৪ দফা দাবি বিডিওর কাছে পেশ করা হয়। এর মধ্যে মুল আরও একটি দাবি পেশ করা হয় যা নতুনভাবে ইদানিং চাঁপাডাঙ্গা ব্রীজ সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় কিছু অসাধু কাজকর্ম চলছে সেই কারণে পুলিশ প্রশাসনের যাতে একটু বেশি তৎপরতা দেওয়া যায় তা নিয়ে আর এস পি হুগলী জেলার নেতৃত্ব বিডিওকে জানিয়েছেন। এর উত্তরে বিডিও আর এস পি নেতৃত্বকে জানান পুলিশ প্রশাসনের সাথে কথা বলবেন ওনাদেরকেও বলেছেন এই সমস্ত অসাধু কাজকর্মের ব্যাপার পুলিশ প্রশাসনের কাছে জানাতে।