বন্যা কবলিত খানাকুলে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ ল্যাবের ওলামাদের
নিজস্ব প্রতিনিধি,খানাকুল, হুগলী:
বন্যায় প্লাবিত খানাকুলের গ্রামে গ্রামে ঢুকে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সামগ্রী বিতরণ করল লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(ল্যাব)। রাজ্যে বিভিন্ন জেলা থেকে এসে, খানাকুলে একত্রিত হয়ে, শুকনো খাবার ঔষধ দ্রব্য সহ মেডিকেল টিম নিয়ে পৌঁছে যায় খানাকুলে। সেখানে গিয়ে নৌকায় করে গ্রামের ভেতরে ঢুকে তাদের কাজ শুরু করে। তারপর গলা সমান জলে নেমেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরিষেবা দেয় এই সংগঠনের সদস্যরা।
খানাকুলের বন্যা কবলিত যে সমস্ত এলাকায় ত্রাণ নিয়ে কেউ পৌঁছায়নি একেবারে গ্রামের ভিতরে পৌঁছে গিয়েছিল এই সংগঠন। গ্রামের মানুষ তাদেরকে পেয়ে আপ্লুত হয়ে বলেন, আমাদের কাছে কেউ আসেনি। শুধুমাত্র আপনারাই এলেন আমারা খুব খুশি হয়েছি।
ল্যাবের উলামারা বলেন, আমাদের সাধ্যমত কিঞ্চিৎ পরিমাণ সহযোগিতা করেছি। এই সহযোগিতা এদের কাছে বিন্দুমাত্র। সবকিছুর প্রয়োজনীয়তা রয়েছে এইসব মানুষদের। বিশেষ করে চিকিৎসা পরিষেবা। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ করেন শুধু রাস্তার সামনে নয় গ্রামের ভিতরে ঢুকে দেখুন মানুষগুলো কী অবস্থায় রয়েছে। ঠিকমতো খেতে পারছে না জল পাচ্ছে না চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছে না কোন হাসপাতালে। রাস্তাঘাট ডুবে নৌকাও পাচ্ছে না। তাদের চিকিৎসার প্রচুর প্রয়োজন রয়েছে। অনেকেই ছাদের উপর ত্রিপল খাটিয়ে বসবাস করছে। একটি বাড়িতে আট দশ টি পরিবার একসাথে কাটাচ্ছে।
বাংলার খ্যাতনামা আলিম-উলামা ওয়ায়েজিন ও ইসলামিক স্কলারদের সম্মিলিত প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক এই সংগঠনের এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে, উপস্থিত ছিলেন, ল্যাবের অবজার্ভার পীরজাদা মোহেব্বুল্লাহ হুসাইনি, প্রেসিডেন্ট ডক্টর মাওলানা আব্দুল্লাহিল মারুফ, সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন, কারী মাওলানা জাভিদ আলি, পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনী, পীরজাদা এনায়েতুল্লাহ হোসাইনী, হাজি সাহনোয়াজ ইসলাম, ডঃ জনাব আলী, মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহীম, মাওলানা তানজিল ফাতেহী সহ ল্যাবের অন্যান্য সদস্যবৃন্দরা।
তথ্য : সেখ আব্দুল আজিম