সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, সিঙ্গুর বিধানসভার অন্তর্ভুক্ত নসিবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দিয়াড়ায় পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত রিষড়ার বাসিন্দা সন্দীপ রায়।
সূত্রমতে খবর দিয়ারা পিকনিক করতে গিয়ে কোনো একটি ভেরিতে স্নান করতে যান চার বন্ধু। তার মধ্যে ভেরির জলের তলায় তলিয়ে যান এক বন্ধু। জানা যায় সেই ছেলেটি রিষড়ার বাসিন্দা। ছেলেটির নাম সন্দীপ রায়। বাকি তিন বন্ধুর মধ্যে একজনের নাম জগা। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। তবে ঠিক কিভাবে এই মৃত্যু ঘটলো, সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।