সুরজিৎ চক্রবর্ত্তী, হাওড়া, সিঙ্গুর টিভি নিউজ :
হাওড়া গ্রামীন পুলিশের উদ্যোগে চলছে নাকা চেকিং, প্রায় সর্বত্রই চলে এই নাকা চেকিং , এই নাকা চেকিং এ প্রধানত গুরুত্ব দেওয়া হয় যে বিষয় গুলি, সেগুলি হলো
১) গাড়ির চালক মদ্যপ অবস্থায় আছে কি না ,
২) অবৈধ কোনো জিনিস পাচার হচ্ছে কিনা, এছাড়াও
৩) বাইক আরোহী হেলমেট পরিধান করেছেন কিনা, এছাড়াও
৪) ড্রাইভারের লাইসেন্স, এবং
৫) গাড়ির কাগজপত্র সঠিক আছে কি না প্রভৃতি বিষয়ে
কড়া নজরদারিতে হাওড়া গ্রামীন পুলিশ।
এ’দিন হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ডিহিভূরশুট পুলিশের চেকিং হয়।
উপস্থিত ছিলেন ডিহিভুরসুট থানার এ এস আই উৎপল চক্রবর্ত্তী সহ কর্তব্যরত পুলিশ কর্মীরা; পথচালক রাও পুলিশের কাজ কে ভূয়সী প্রশংসা করেন।।