সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, আরামবাগ, হুগলী : আসন্ন শীতকাল এর কথা মাথায় রেখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে বদ্ধপরিকর আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসক। আর তাই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ বিকালে হঠাৎই পুরশুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সঙ্গে নিয়ে বাইকে চেপে তিনি বেরিয়ে পড়লেন পুরশুরা ব্লকের অন্যতম জনবহুল দিহিবতপুর পঞ্চাননতলা বাজার এলাকা পরিদর্শনে।
বাজারের ঢোকা বেরোনোর রাস্তা, সিসি ক্যামেরার অবস্থান ইত্যাদি পরিদর্শনের পাশাপাশি বাজারের নৈশ প্রতিরোধ বাহিনীর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও তাদের থেকে রাত পাহারা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপুর্ন প্রতিক্রিয়া গ্রহণ করেন।
এছাড়াও আগামীদিনে রাত পাহারাকে আরও জোরদার করতে ও রাত পাহারাদারদের উৎসাহ প্রদান করতে একটি বিশেষ শিবির আয়োজন করা হবে বলেও জানান তিনি।