ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়া দুই সন্দেহভাজনকে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ প্রশাসন
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, গোঘাট, হুগলী, ২ ডিসেম্বর, ২০২৪ : সন্ধ্যার টহলদারি ডিউটি করছিলেন গোঘাট থানার সাব ইন্সপেক্টর রাধাশ্যাম দলুই মহাশয়। হটাৎ খবর আসে যে গোঘাট দমদমা খেলার মাঠের কাছে কিছু লোক জড়ো হয়েছে। তাড়াতাড়ি পৌঁছে দলুইবাবু দেখতে পান যে বেশ কিছু ব্যক্তি ওখানে সন্দেহজনক ভাবে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি জানতে যেতে সেই ব্যক্তিগুলি ভয় পালাতে শুরু করেন। দৌড়ে ধরা হয় দুজনকে, জিজ্ঞাসাবাদ করতে জানায় তাদের নাম (1) নূর মোহাম্মদ, পিতা নুরুল ইসলাম, গ্রাম চকহড়ি, থানা গোঘাট জেলা হুগলী এবং আরেকজনের নাম (2) খোকন মান্না, পিতা নিমাই মান্না, ঠিকানা চাউলসিঙ্গাপুর, থানা ঘাটার জেলা পশ্চিম মেদিনীপুর।
জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, তারা এখানে জড়ো হয়েছিল একটি ডাকাতি করার উদ্দেশ্যে এবং সবাই মিলে ডাকাতি করারই প্রস্তুতি নিচ্ছিল। সার্চ করে তাদের কাছ থেকে পাওয়া যায় প্রায় বেশ কিছু লোহার শাবল, বাঁশের লাঠি, লোহার রড, বস্তা এবং একটু দূরেই দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের বলেরো গাড়ি। আরো জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে তাদের সাথে আরো 5-6 জন ব্যক্তি ছিল যারা বর্তমানে পালিয়ে গেছেন।
তারা আরও বলে যে গাড়িটি করে গোঘাট তারান থানার অন্তর্গত দমদমা মাঠের পাশের গ্রামে একটি ডাকাতি করার ছক করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোঘাট থানায় একটি নির্দিষ্ট কেস রুজু করা হয় এবং ওই ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অফেন্ডিং উইপেন্স বাজেয়াপ্ত করা হয়। এই কেসে তদন্ত চলছে যাতে বাকি ব্যক্তিদের সনাক্ত করে তাদেরও গ্রেপ্তার করা যেতে পারে।
বিজ্ঞাপন 👉 8697878447