ফের একবার বড়সড় পরিবর্তন আসন্ন দেশের ব্যাঙ্কিং সিস্টেমে। হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন! বিগত কয়েক বছরে একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক একত্রীকরণ (Bank Merger) হয়েছে। এবার শোনা যাচ্ছে পুনরায় এই প্রসঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে পাবলিক সেক্টর ব্যাঙ্কের প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে সব ঠিক থাকলে আগামী ২০২৬ সালেই বড় মাপের ব্যাঙ্ক মার্জার হতে পারে।
কেন Bank Merger এর দিকে এগোচ্ছে সরকার?
ভারতে ব্যাঙ্কের সংখ্যা প্রচুর থাকলেও বিশ্বের টপ ৫০ এর তালিকায় রয়েছে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম। তাই বর্তমানে থাকা রাষ্ট্রায়াত্ত ১২টি ব্যাঙ্ককে একত্রীকরণ করে আন্তর্জাতিক মানের পরিষেবা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে HDFC ব্যাঙ্ক সেরা ১০০ এর তালিকায় ৭৩ তম স্থানে রয়েছে।
প্রসঙ্গত, ব্যাঙ্ক মার্জার যে একেবারে নতুন তা কিন্তু নয়। এর আগেও ২০২০ সালে বড়সড় একত্রীকরণ হয়েছে। ১ লা এপ্রিল ২০২০ তে হওয়া Bank Merger এর ফলে ২৭টি ব্যাঙ্ক কমে হয়ে যায় ১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্কের সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মার্জিং, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক ইত্যাদি।
আরও পড়ুনঃ NPS December 2025 Rules: বেশি Lump Sum + Gold ETF, বদলে গেল রিটায়ারমেন্ট প্ল্যান
রয়েছে ব্যাঙ্কের শেয়ারও বিক্রির পরিকল্পনা!
শুধুই যে মার্জিং হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনটা কিন্তু নয়। সূত্রমতে ২০২৬ এর মার্চ নাগাদ IDBI ব্যাঙ্ক বিক্রির পক্রিয়া শেষ হবে। এর আগে ২০১৯ সালে IDBI ব্যাঙ্কের ৫১% শেয়ার LICI কে বিক্রি করে দিয়েছিল সরকার।

