কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান মাঝেরআঁটে
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলি: হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত তিনটি গ্ৰাম পঞ্চায়েতের অধীনস্থ যুবক ছেলেদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন কুমিরমোড়া-ভগবতীপুর-নবাবপুর ওয়েলফেয়ার সোসাইটি(কে বি এন ওয়েলফেয়ার সোসাইটি) সংস্থাটি ২০২০ সালে স্থাপিত হয়।
এই তিনটি গ্ৰাম পঞ্চায়েতের শিক্ষা, আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যেই পথ চলা শুরু করে কে বি এন ওয়েলফেয়ার সোসাইটি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই সামাজিক সংগঠনটি।এতদ এলাকার প্রসিদ্ধ সমাজসেবী মরহুম ইউসুফ (রহঃ) এঁর স্মৃতিতে কে বি এন ইউসুফ সাহেব(রহঃ) স্কলারশিপ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
রবিবার তাজ প্যালেসে সফল ৫৩ জন ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠান কে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিক্ষক -শিক্ষিকা- শিক্ষাকর্মী থেকে শুরু করে আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।কে বি এন ওয়েলফেয়ার সোসাইটির এই মহতী উদ্যোগের জন্য উপস্থিত সকলেই সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আগামী দিন কে বি এন ওয়েলফেয়ার সোসাইটি এলাকার সার্বিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছে ওয়াকিবহাল মহল।