সাড়ম্বরে পালিত হলো রিস্তা ক্যাটারারের লক্ষ্মীপুজো
সাহেব দাস, তারকেশ্বর, হুগলী : তারকেশ্বর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছোট পোল এলাকায় আড়ম্বরের সাথে পালিত হল রিস্তা ক্যাটারার-এরল ক্ষী পূজার অনুষ্ঠান । প্রতিবছর এই পুজোকে ঘিরে আলোচনার প্রধান বিষয়বস্তু থাকে এলাকায়, প্রতিবছর দেবী লক্ষী কে গ্রামবাংলার সাধারণ মেয়ের প্রতিদিনের জীবনযাত্রার নতুন নতুন রূপে দেখা যায় এই বাড়িতে।
ক্যাটারার এর জগতে যেভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে, রিস্তা ক্যাটার পরিবারের এই পুজোতে প্রতিবছর নতুনত্ব নিয়ে আসে যেমন কোণের বেশে মা লক্ষ্মী, হলদি লুকে মা, গত বছর যেভাবে তিলোত্তমা নিয়ে উত্তাল হয়েছিল সেই সময় সমাজ ব্যবস্থা কে দেখে মায়ের হাসি মুখ নিয়ে আসা হয়েছিল, এবছর গামবাংলায় মেয়েদের মে বইয়েরা যেমন হয়, ন্যাচারালি যেমন স্নান করে আসার পর আয়না ধরে সিঁদুর পর সেই লুকটাকে তুলে ধরার চেষ্টা করেছি, সারাদিনব্যাপী হই হুল্লোড় খাওয়া-দাওয়া ছিল কাসার থালায় কলাপাতা সহকারে সাউথ ইন্ডিয়ান বেশি পরিবেশন যুক্ত হয়েছিল আলাদা মাত্রা, তারকেশ্বরে বহু মানুষ এই লক্ষ্মী পুজোতে এসে থাকেন ।


