ডেপুটেশনকে সামনে রেখে সিঙ্গুরে পাড়া বৈঠক, তৃণমূলের দুর্নীতির অভিযোগে সরব বামেরা
সিঙ্গুর, হুগলি, সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক :
ডেপুটেশন কর্মসূচিকে সামনে রেখে সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে সিঙ্গুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ১০৭ নম্বর আথালিয়া বুথে একটি পাড়া বৈঠকের আয়োজন করা হয়।
এই পাড়া বৈঠকে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয়। বক্তারা পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজে অনিয়ম, সরকারি প্রকল্পে দুর্নীতি, স্বজনপোষণ এবং সাধারণ মানুষের বঞ্চনার বিষয়গুলি তুলে ধরেন।
বক্তব্যে তৃণমূলের “দুর্নীতির পাঁচালি” তুলে ধরে বলা হয়, দীর্ঘদিন ধরে সিঙ্গুর এলাকার সাধারণ মানুষ উন্নয়নের নাম করে প্রতারিত হচ্ছেন। আসন্ন ডেপুটেশনের মাধ্যমে এই সমস্ত অভিযোগ ও দাবিদাওয়া প্রশাসনের কাছে লিখিতভাবে তুলে ধরা হবে বলে জানানো হয়।
পাড়া বৈঠকের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
#SingurNews #HooghlyNews #ParaBaithak
#SingurBJP #TMCCorruption #Deputation
#WestBengalPolitics #LocalNews






