পুজো বিকাশের শেষ দিনে সেজে উঠলো সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর, হুগলী :
অপেক্ষার শেষ চলেই এসেছে দুর্গাপুজো, আর তা নিয়ে ছোট থেকে বড় সবার মধ্যে উৎসাহের শেষ নেই। শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির তোড়জোড়।
আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা বাংলা। পুজোর আনন্দ যেমন, তেমনই সরকারি দপ্তরেও ছুটি পড়ে গিয়েছে।
এবার দুর্গাপুজোর আগে শেষ দিনে অর্থাৎ চতুর্থীর দিনে হুগলী জেলার স্বনামধন্য সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের সদস্যরা একটা অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করে। পূজা বকা শের শেষ দিনে তাদের এই অনুষ্ঠানের নাম “উৎসবে মেতেছি আজ“।
না কোনো মঞ্চ নয়, শ্রেণিকক্ষ’কেই সাজিয়ে তোলা হয়েছে দেবি দূর্গার পেটের আদলে। যা শারদীয়ার মুহূর্তকে সকলকে মনে করাবে। সমগ্র পরিকল্পনায় বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা ম্যাডাম, সহযোগিতা’য় টিম মহামায়া (সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়)।
শিউলি ফুলের গন্ধে মেতেছে সারা আকাশ। কাশ ফুলের দোলা জানান দিচ্ছে মা আসছেন ।
নতুন জামা, নতুন জুতো, নতুন আনন্দ, নতুন আশা, সবকিছুই যেন হয় শুভ।সব অন্যায়ের বিনাশ ঘটিয়ে আসুক শুভক্ষণ, সব কালিমা ঘুচে যাক মাতৃপক্ষের সূচনায়।হৃদয়পূর্ণ ভালোবাসা দিয়ে শারদীয়ার উৎসব উদযাপন করতেই সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান ” উৎসবে মেতেছি আজ “।সকলকে মহামায়ানদের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
এডিআই চন্দননগর ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ ও সদ্য প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এছাড়াও বর্তমান ও প্রাক্তনীরাও এই অনুষ্ঠানে স্বস্তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।।