সিঙ্গুরে উন্নয়নের সংলাপ নিয়ে পথে নামলেন মন্ত্রী বেচারাম মান্না
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যমন্ত্রীর ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার উদ্যোগ
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক, সিঙ্গুর, ১ জানুয়ারি ২০২৬ : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিঙ্গুরে শুরু হলো উন্নয়নের সংলাপ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত ১৫ বছরের উন্নয়নের বিভিন্ন প্রকল্প ও সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই রাস্তায় নামেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

কর্মসূচির শুভ সূচনা হয় সিঙ্গুর ব্লক অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর গ্রাম পরিক্রমায় অংশ নিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপে বসেন মন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল ও সামাজিক সুরক্ষা-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়।


কর্মসূচির অংশ হিসেবে সিঙ্গুর ১ নম্বর বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক ধর্মীয় স্থান পরিদর্শন করেন মন্ত্রী বেচারাম মান্না। বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের যমপুকুর শিবতলা এলাকায় অনুষ্ঠিত হয় উন্নয়নের সংলাপ, যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।


মন্ত্রী বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্য সরকারের উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। সেই উন্নয়নের কথাই মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ।





