তারকেশ্বরে পুনরায় খুলল বিজেপির পার্টি অফিস, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নেতৃত্বের উপস্থিতি
নিজস্ব সংবাদদাতা | তারকেশ্বর
সভাপতির উপস্থিতিতে আবারও নতুন করে বিজেপির পার্টি অফিস চালু হল তারকেশ্বরে। শনিবার তারকেশ্বর বিজেপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা পার্টি অফিসের পুনরায় উদ্বোধন ঘিরে উৎসাহ দেখা যায় দলীয় কর্মীদের মধ্যে।
তারকেশ্বরের জোৎ শম্ভু এলাকার শিরিষতলায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা, সহ-সভাপতি গণেশ চক্রবর্তী, সম্পাদক বাবুয়া সাউ, সম্পাদিকা পর্ণা আদক, জেলা বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ বাবুসোনা রায়-সহ একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বহু দুঃস্থ মানুষ উপকৃত হন।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর বিজেপির এই পার্টি অফিসটি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পর সভাপতির উপস্থিতিতে পুনরায় অফিস চালু হওয়ায় উল্লাসে ফেটে পড়েন কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এই বিষয়ে বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা জানান, এটি মূলত টাউন মণ্ডলের পার্টি অফিস। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কাজকর্ম ও যোগাযোগ আরও মজবুত করতেই এই কার্যালয় পুনরায় চালু করা হয়েছে। তাঁর কথায়, বিজেপির কার্যালয় কর্মীদের কাছে মন্দিরের মতো—এখান থেকেই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকাণ্ড নির্ধারিত হবে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। তারকেশ্বর-সহ একাধিক বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী দলীয় নেতৃত্ব। তাঁর বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়।

