তারকেশ্বরে বিজেপির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা | তারকেশ্বর
শীতের কনকনে ঠান্ডায় দুস্থ মানুষের পাশে দাঁড়াল বিজেপি। আজ আরামবাগ সাংগঠনিক জেলা তারকেশ্বর বিধানসভা বিজেপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা, সহ-সভাপতি গণেশ চক্রবর্তী, সম্পাদক বাবুয়া সাউ, সম্পাদিকা পর্ণা আদক, জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ বাবুসোনা রায়-সহ দলের একাধিক স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
এদিন প্রায় আড়াইশো জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, শীতের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
[ চিত্র ও সংবাদ তথ্যসূত্র : সাহেব দাস, অলংকরণ : সৌরভ আদক ]





