৩২তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সুরভারতী কলা কেন্দ্রের উদ্যোগে
সিঙ্গুর টিভি নিউজ, নালিকুল, হুগলী : সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ৩২ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান উদযাপিত হলো রঙের ছোঁয়া আর্ট এন্ড কালচারের হাত ধরে।গত ৪ ঠা আগষ্ট ,রবিবার,দুপুর ৩ টায় বন্দিপুর উচ্চ বিদ্যালয়ের মঞ্চে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ও অভিভাবক,অভিভাবিকা দের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ ও সহকারী শিক্ষক কিরণ পাত্রের তত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল সাংস্কৃতিক সমাগম।
অনুষ্ঠানের পূর্বে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। একই সাথে নৃত্য,সঙ্গীত,আবৃত্তি ,যোগাসন, বাদ্যযন্ত্র প্রভৃতি বিষয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল অনুষ্ঠানে।
অঙ্কন অনুষ্ঠান
সাথে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়াও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার, এবং কৃতি ছাত্রছাত্রীদের বর্ষসেরা পুরস্কার, ও তৃতীয়, পঞ্চম , বর্ষের ছাত্রছাত্রীদের উপাধি সহ শংসাপত্র প্রদান করা হয়েছে মঞ্চ থেকে।
অঙ্কন শ্রী* উপাধি পেয়েছে – শ্রীদাত্রী ভট্টাচার্য,রীতি আদক, অনুস্মিতা দাস, রিমা ঘোষ ,সায়ন বাঁক, *অঙ্কন* *বিশারদ* উপাধি পেয়েছে – অঙ্কিতা মাল ,স্নেহা ঘোষ।। বিদ্যালয়ের কর্ণধার শ্রীমন্ত ঘোষ জানান প্রতিষ্ঠা দিবস উদ্ যাপনের সাথে সাথে ছাত্রছাত্রীদের এই মঞ্চ শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার স্থানটি তাদের অন্তরে গভীর ভাবে প্রেরণা জাগাবে এবং তাদের মধ্যে সৃজনশীলতার ভাব ফুটে উঠবে।
উপস্থিত ছিলেন সমাজের গন্য মান্য ব্যক্তিত্ব রা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী চিত্রা দাস মহাশয়া, বিশেষ অতিথির আসনে ছিলেন শিক্ষক রাকেশ পান মহাশয়, শিক্ষক সুবীর আদক মহাশয় ,শিল্পী অনিমেষ নাগ মহাশয়( উপস্থাপক), শিক্ষক ও নাট্যকার বিপ্লব রায় মহাশয়,ও বিশিষ্ট বর্গ ।*উদ্ যাপন হলো সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস রঙের ছোঁয়া আর্ট এন্ড কালচারের পক্ষ্য থেকে ।
বিদ্যালয়ের কর্ণধার শ্রীমন্ত ঘোষ জানান প্রতিষ্ঠা দিবস উদ্ যাপনের সাথে সাথে ছাত্রছাত্রীদের এই মঞ্চ শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার স্থানটি তাদের অন্তরে গভীর ভাবে প্রেরণা জাগাবে এবং তাদের মধ্যে সৃজনশীলতার ভাব ফুটে উঠবে। উপস্থিত ছিলেন সমাজের গন্য মান্য ব্যক্তিত্ব রা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী চিত্রা দাস মহাশয়া, বিশেষ অতিথির আসনে ছিলেন শিক্ষক রাকেশ পান মহাশয়, শিক্ষক সুবীর আদক মহাশয় ,শিল্পী অনিমেষ নাগ মহাশয়( উপস্থাপক), শিক্ষক ও নাট্যকার বিপ্লব রায় মহাশয়,ও বিশিষ্ট বর্গ ।