০নিজস্ব প্রতিনিধি, সাহেব দাস, তারকেশ্বর, হুগলী :
গান্ধী জয়ন্তীর দিন ২রা অক্টোবর ‘কলমে তারকেশ্বর‘ সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজসেবী সুশান্ত পারুই, শিক্ষক রাজকুমার পাখিরা, মাননীয়া সাহিত্যিক তপতী মাইতি ও অন্যান্য লেখক লেখিকা গন। ছোট খুদে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়, তারপর হয় পত্রিকার উন্মোচন। প্রায় ৬০ জনের বেশি লেখক লেখিকা এই পত্রিকায় লিখেছেন তাঁদের অমূল্য সৃষ্টি। তারকেশ্বর মন্দির পাড়া সংলগ্ন একটি সভাগৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সমস্ত লেখক লেখিকাদের সম্মান দেওয়া হয় ও সাথে পুরস্কার। আজ ২ রা অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী যোদ্ধা বিপ্লবী ও দেশ নেত্রী, লীলা রায়ের প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান করে অনুষ্ঠানের শুরু করা হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকরা, কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার এই শারদ সংখ্যা প্রকাশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন । উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি, সহ-সম্পাদক সুমন কোদালি, সভাপতি সৌরভ গাঙ্গুলী ও কার্যকরী সভাপতি সুমন্ত বেড়া, এবং পরিচালন কমিটির সভাপতি দীপঙ্কর পোড়েল ও সদস্য অসীম মুখার্জি। এই অনুষ্ঠান থেকেই তারকেশ্বর বইমেলার দ্বিতীয় বর্ষ ঘোষণা হয়ে গেল, আগামী ২৫শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর টানা সাত দিন তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তারকেশ্বর বইমেলা, যার পরিচালনা কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার। এছাড়াও মহিলাদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে বিনামূল্যে পত্রিকার পক্ষ থেকে ,যা শুরু হবে শারদীয়ার পর থেকে। শারদীয়ার পর ফর্ম দেয়া শুরু হবে ।
টানা তিন মাস এই আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করতে চলেছে কলমে তারকেশ্বর। আজ শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে একের পর এক এভাবেই কর্মসূচি ঘোষণা করলো কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা গোষ্ঠী।