ধুলাগড়ে তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা বাস
নিজস্ব সংবাদদাতা | হাওড়া
গতকাল রাতে ধুলাগড়ের সোনার বাংলা হোটেলের সামনে একটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসেও। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের জেরে ট্যাঙ্কার ও বাস দু’টিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সময় কোনও হতাহতের খবর না মিললেও, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। সাঁকরাইল থানার পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্তে নেমেছে। তবে কিভাবে লাগলো এই অতর্কিত আগুন, এ’নিয়ে দ্বন্দ্বে দমকল কর্মীরা।





