প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মুদিখানার আড়ালে বেআইনি মদের কারবার, গ্রেপ্তার দোকান মালিক
নিজস্ব সংবাদদাতা | হুগলি
দীর্ঘদিন ধরে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মুদিখানার আড়ালে বেআইনি মদের ব্যবসা চালানোর অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল এক দোকান মালিক। ঘটনাটি হুগলির জঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত রশিদপুর পঞ্চায়েতের পশপুর এলাকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশপুর এলাকার বাসিন্দা দেবদাস খাঁ তার মুদিখানার দোকানের আড়ালে বছরের পর বছর অবৈধভাবে মদ বিক্রি করে আসছিল। এলাকাবাসীদের একাধিক অভিযোগের ভিত্তিতে জঙ্গিপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান ও তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দোকান মালিক প্রথমে মদ সরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি পুলিশকে বিভ্রান্ত করতে নানারকম কৌশলও নেওয়া হয় বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি।
এই ঘটনায় জঙ্গিপাড়া থানা মামলা নং ১৪/২৬, তারিখ ০৮.০১.২০২৬, বি.ই. অ্যাক্টের ৪৬এ(সি) ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দেবদাস খাঁ (পিতা—রাধারমন খাঁ), বাসিন্দা—পশপুর, থানা—জঙ্গিপাড়া, জেলা—হুগলি-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আগামীকাল মহামান্য আদালতে পেশ করা হবে। পাশাপাশি বেআইনি মদের এই কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।





