বইমেলার মঞ্চে মেধার উৎকর্ষ
শ্রীরামপুর বইমেলায় সারা বাংলা বিদ্যালয় স্তরের ক্যুইজ প্রতিযোগিতা, প্রথম প্রিয়াংশু-রিক্তা
নিজস্ব সংবাদদাতা | শ্রীরামপুর | সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক :
শ্রীরামপুর পৌরসভা পরিচালিত ১৪তম শ্রীরামপুর বইমেলা ২০২৬-কে কেন্দ্র করে গতকাল, ৭ই জানুয়ারি, শ্রীরামপুর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সারা বাংলা বিদ্যালয় স্তরের ক্যুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শ্রীরামপুর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ১৯টি দল অংশগ্রহণ করে।
প্রাথমিক বাছাই পর্বে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ৮টি দল মূল পর্বে খেলার সুযোগ পায়। বাছাই পর্বে নির্বাচিত দলগুলি হল—
1. দিশারী চৌধুরী – সঞ্চিতা সাহা (২২)
2. রণক চক্রবর্তী – স্নেহাবৃত্তা নিয়োগী (১৯)
3. আরুশ সাহা – প্রিয়জিত কুন্ডু (১৮)
4. চিত্রক নাইয়া – উদ্বালক সেনগুপ্ত (১৭)
5. শরণ্যা পালিত – শ্রীতমা দেবশর্মা (১৭)
6. প্লাবিতা সুর রায় – ধন্নিষ্ঠা পাল (১৬)
7. প্রিয়াংশু ধর – রিক্তা চক্রবর্তী (১৬)
8. সৌগত দাস – আর্য পাল (১৪)
চারটি রাউন্ডে অনুষ্ঠিত মূল পর্বের খেলা শেষে ফলাফল দাঁড়ায়—
প্রথম স্থান: প্রিয়াংশু ধর – রিক্তা চক্রবর্তী (১৮৫)
দ্বিতীয় স্থান: রণক চক্রবর্তী – স্নেহাবৃত্তা নিয়োগী (১৪০)
তৃতীয় স্থান: শরণ্যা পালিত – শ্রীতমা দেবশর্মা (১৩০)
অনুষ্ঠানে ক্যুইজ মাস্টারের ভূমিকায় ছিলেন বিশিষ্ট ক্যুইজার সব্যসাচী রায়। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি শ্রীরামপুর পৌরসভা ও শ্রীরামপুর বইমেলার সঙ্গে যুক্ত সকল সদস্য-সদস্যাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বইমেলার মতো সাহিত্যনির্ভর পরিবেশে এই ধরনের ক্যুইজ প্রতিযোগিতা আগামী দিনের তরুণ ক্যুইজার তৈরিতে যেমন সহায়ক হবে, তেমনই অক্ষরনগরী শ্রীরামপুরে মেধা ও জ্ঞানের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
উল্লেখ্য, শ্রীরামপুর পৌরসভা পরিচালিত ১৪তম শ্রীরামপুর বইমেলা ২০২৬ চলবে আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত। এবছর কলকাতার বহু নামী-দামি প্রকাশনা সংস্থা নানা বিষয়ভিত্তিক ও নতুন বইয়ের সম্ভার নিয়ে মেলায় অংশ নিয়েছে। বই বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে নাচ, গান, আবৃত্তি ও আলোচনা সভা।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও কবি সুকান্ত ভট্টাচার্য-কে কেন্দ্র করে বিশেষ আলোচনা সভা, যেখানে অংশ নেবেন বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। সব মিলিয়ে এবছরের শ্রীরামপুর বইমেলা সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের কাছে এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।





