স্কুল প্রাঙ্গণে খুদে উদ্যোক্তারা, খাদ্য উৎসবে মাতল পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়
ছাত্রছাত্রী সপ্তাহের সমাপ্তি খাদ্য উৎসবে, পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা | তারকেশ্বর | হুগলী :
স্কুলের ছাত্রছাত্রীদের অভিনব উদ্যোগে খাদ্য উৎসব পালিত হলো তারকেশ্বরে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। 
স্কুল সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রী সপ্তাহ অনুষ্ঠান পালিত হয়। এই সপ্তাহে বিভিন্ন দিনে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ, কুইজ প্রতিযোগিতা, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি, সংগীত, নৃত্য, আবৃত্তি সহ একাধিক সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছাকাছি দর্শনীয় স্থানে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়।
আজ ৮ জানুয়ারি, ছাত্রছাত্রী সপ্তাহের শেষ দিনে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো খাদ্য উৎসব। এদিন স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই বিভিন্ন খাবারের স্টল বসায়। শুধু খাবার পরিবেশন নয়, দাম নির্ধারণ করে ক্রেতাদের কাছে খাবার বিক্রি করতেও দেখা যায় তাদের।
খাদ্য উৎসবে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকার বহু মানুষ। সকলেই আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীদের তৈরি ও বিক্রিত খাবার কিনে উৎসবে অংশ নেন।
এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মনির্ভরতা, দলগত কাজ এবং বাস্তব জীবনের শিক্ষা গড়ে ওঠে বলে মত শিক্ষিকা ও অভিভাবকদের।
(তথ্যসূত্র, ছবি ও ভিডিও : সাহেব দাস, কলমে : সৌরভ আদক)





