আঘাতপ্রাপ্ত লক্ষী পেঁচা বন দপ্তরকে ফেরালো হরিপাল থানার পুলিশ
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, হরিপাল, হুগলী :
১৫ অক্টোবর ২০২৪ সোমবার সকাল একটি আঘাতপ্রাপ্ত লক্ষী পেঁচা হারিপাল থানায় নিয়ে আসেন কৌশিক মাঝি এবং অচিন্ত্য মালিক এর নামে ২ জন স্থানীয় ব্যাক্তি, পেঁচা টি কোন কারণ এ আঘাত প্রাপ্ত হয় হরিপাল থানার অন্তর্গত জেজুর মোড়ে এর কাছে রাস্তার উপর পড়ে যায়।
তখন উক্ত স্থানীয় ব্যক্তিরা পেঁচাটি কে উদ্ধার করে হরিপাল থানায় নিয়ে আসেন। যোগাযোগ করা হয় বন দপ্তর কে তখন বন দপ্তর, হাওড়া ডিভিশন থেকে বনসহায়ক অরূপ মৈত্র থানায় আসেন এবং সেই আঘাতপ্রাপ্ত পেঁচাটি কে সঙ্গে করে তার উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা জন্য নিয়ে চলে যান।