সিঙ্গুর আন্দোলনের প্রথম শহিদ রাজকুমার ভুলের মৃত্যু বার্ষিকী পালন
সৌরভ আদক, সিঙ্গুর, হুগলী : তের বছর আগে সরকারের একটা ভুল সিদ্ধান্তে শান্ত সিঙ্গুর অশান্ত হয়ে উঠেছিল। এ মাটি তেভাগার মাটি। জান কবুল, ছাড়ব না জমি। ধেয়ে এল রাষ্ট্রের লেঠেলরা। পিঠে হাড় গুঁড়িয়ে দেওয়া লাঠির বাড়ি। চোখে ধাঁধাঁ লাগিয়ে দেওয়া কাঁদানে গ্যাস। জমি না দিতে চাওয়া মানুষগুলোকে জমিতে ফেলে বেধড়ক পেটাই। তাপসী মালিক, রাজকুমার ভুলের মৃত্যু।সিঙ্গুরের লড়াইয়ের বার্তা কলকাতা-সহ গোটা দেশ, বিশ্বের কাছে পৌছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সেই সিঙ্গুর আন্দোলনের প্রথম শহিদ রাজকুমার ভুলের মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে শহিদ রাজকুমার ভুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক ডা. করবী মান্না এবং রাজকুমার ভুলের মা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ ও কর্মী সমর্থকরা। এ’দিন সিঙ্গুর আন্দোলনে অপর শহীদ তাপসী মালিকের পিতার উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না’র ডানদিকে (ছবিতে)
উল্লেখ্য ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর টাটা দের জমি দখলের প্রতিবাদে সিঙ্গুর বিডিও অফিসের সামনে কয়েক হাজার কৃষক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী করেন সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির ডাকে।২৬ সে সেপ্টেম্বর ভোর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে শুরু হয় পুলিশের অত্যাচার। পুলিশের হাত মার খেয়ে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যান ২১ বছরের রাজ কুমার ভুল।
২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে নিউ উজ্জ্বল সংঘ ক্লাবের সামনে তাপসী মালিক ও রাজকুমার ভুল-এর প্রতিকৃতি স্থাপন করে। আজ সেখানেই রাজ কুমার ভুলের মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
।