খাদ্য রসিকের বিরিয়ানির স্বাদ পেলো শিশুরা, সৌজন্যে জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা
নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, একাদশী: আমরা এর আগেও একাধিক মানুষের নাম শুনেছি যারা বাড়তি খাদ্য সংগ্রহ করে অন্যকে দান করেন। মানবিকতার নজির এযুগে বিরল হলেও সেই মানবিক কাজই করে চলেছে সিঙ্গুরের এই স্বেচ্ছাসেবী সংস্থা, যার নাম “সিঙ্গুর জাগরণ সংস্থা”।
কর্ণধার সৌমদ্বীপ পাকিরা জানালেন, গতকাল অর্থাৎ বিজয়া দশমীর দিন সিঙ্গুরের রতনপুরের একটি রেস্টুরেন্ট ‘খাদ্য রসিক’, তার কর্ণধার টুম্পা দাস তাদের বাড়তি বিরিয়ানি যাতে নষ্ট হয়ে না যায়, ফোন করেন জাগরণ স্ংস্থায়, তৎক্ষণাৎ তারা সেই খাদ্য সংগ্রহ করেন।
গতকাল সিঙ্গুরের রতনপুরে খাদ্য রসিক রেস্টুরেন্টে রাতে কিছুটা বিরিয়ানী খাবার বাড়তি হয়। রাতেই রেস্টুরেন্টের মালিক টুম্পা দাস দিদিভাই আমাদের “সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার”সৌম্যদীপ পাকিরা কে জানান খাবার বাড়তি হওয়ার কথা, “সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার” সদস্যরা সেই সংবাদ পাওয়া মাত্রই আজ খুব সকালে বেরিয়ে পড়ে গন্তব্যের পথে, যথাস্থানে উপস্থিত হয়ে খাবার গুলি সংগ্রহ করেন “সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার” সদস্যরা। বেশ কিছু শিশুদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।
রেস্টুরেন্টের কর্ণধার টুম্পা দাস সিঙ্গুর টিভি নিউজের সম্পাদক সৌরভ আদককে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, খাদ্য কোনোভাবেই নষ্ট হয়নি এবং তা খুব ভালোভাবে কিছু শিশুর মুখে হাসি ফুটিয়েছে, তাতেই তারা গর্বিত এবং জাগরণ সংস্থাকেও তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।
🔸️ বিভিন্ন অনুষ্ঠানে বেড়ে যাওয়া খাবার অপচয় না করে যত শ্রীঘ্র সম্ভব আমাদের হাতে তুলে দিন।
☎️ “সিঙ্গুর জাগরণ” Call/WhatsApp 085848 60022
O☎️ Soumadeep Call/WhatsApp 8697153960


