বছরের শেষ দিনে চড়ুইভাতি পার্কে মানুষের উন্মাদনা, পিকনিকের আনন্দে মাতোয়ারা সিঙ্গুর
সিঙ্গুর |সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৫
বছরের শেষ দিনে উৎসবের আমেজে ভরে উঠল সিঙ্গুরের নসিবপুরের চড়ুইভাতি পার্ক। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষজন ভিড় জমাতে শুরু করেন এই বিনোদন পার্কে। বছরের শেষদিনকে স্মরণীয় করে তুলতে আট থেকে আশি—সব বয়সের মানুষই পিকনিকে মেতে ওঠেন।
নাচ, গান আর খাওয়াদাওয়ায় দিনভর আনন্দে কাটে পর্যটকদের সময়। সকালবেলা লুচি-আলুর দম দিয়ে পিকনিকের সূচনা, দুপুরে ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়ে কব্জি ডুবিয়ে ভোজন—সব মিলিয়ে জমজমাট চড়ুইভাতি। মনোরম পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি পর্যটকরা।
গানের তালে তালে কচিকাঁচাদের নাচের সঙ্গে তাল মেলান বড়রাও। শিশুদের উচ্ছ্বাস আর বড়দের উৎসবের আনন্দে বছরের শেষদিনে যেন নতুন প্রাণ ফিরে পায় চড়ুইভাতি পার্ক। সারাদিন ধরে হাসি, গান আর উৎসবের আবহে মুখর থাকে পুরো এলাকা।
#চড়ুইভাতি_পার্ক #Singur #YearEndPicnic #Hooghly #PicnicMood #NewYearEve #WestBengal

