সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক : আর.জি.কর কান্ডে যখন সোসাল মিডিয়া ও সর্বত্র পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তীর, ঠিক সে মুহূর্তে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করলো হুগলী গ্রামীণ পুলিশ।
৬ সেপ্টেম্বর, ২০২৪ শুক্রবার হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে ও “কও কথা” নাট্যগোষ্ঠীর উপস্থাপনায় এ’দিন সিঙ্গুর থানা ও সিঙ্গুর থানার অন্তর্গত বড়া বিট হাউস একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বড়া মধুসূদন হাই স্কুলে, যার নাম “উপলব্ধি”; আজকের এই অনুষ্ঠানের বিষয় ছিল, “দৃষ্টি ভঙ্গির পরিবর্তন”।
এ’দিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি আইপিএস কামনাশিস সেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Additional SP (Rural), DySP HQ, CI Tarakeswar, OC Singur PS, IC Bora ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিনের এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহনের মাধ্যমে ছোট্ট ছোট্ট কাজের বা ভাবনার মাধ্যমে কি ভাবে দৃষ্টি ভঙ্গির পরিবর্তন সম্ভব সেই বিষয় নিয়েই আজকের এই ওয়ার্কশপ। বয়:সন্ধির সময় একজন ছেলে বা মেয়ের শারীরিক ও মানসিক পরিবর্তন , কৈশোর বয়েসে একটি ছেলে বা মেয়ের জীবনে বন্ধুদের প্রভাব, কু অভ্যাস কি করে নিয়ন্ত্রণ করবে, সোশ্যাল মিডিয়ায় তাদের আচরণ, বয়ঃসন্ধির সময়ের আবেগজনিত আচরণ ইত্যাদি বিষয় ছিল আজকের ওয়ার্কশপের আলোচ্য বিষয়।
এই অনুষ্ঠানে বড়া বিট হাউসের অধীন বড়া মধুসূদন হাই স্কুল এর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৩০০ জন ছাত্র ছাত্রী এবং সিঙ্গুর থানার অধীন গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল ও মহামায়া হাই স্কুল এর নবম, দশম ও একাদশ শ্রেণীর মোট ২৫০ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।