শোকের আবহ বাবাধাম দর্শনার্থীদের মধ্যে, বিদ্যুৎপৃষ্টে মৃত ১
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক, দেশাপাড়া, দিয়াড়া, সিঙ্গুর, হুগলী : সিঙ্গুর থানার অন্তর্ভুক্ত নসিবপুর গ্রাম পঞ্চায়েতের দিয়াড়ার দেশাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জলযাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত আরো এক। মমতের নাম সুমন নস্কর (বয়স ১৭), বাড়ি বারুইপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র হতে জানা গিয়েছে, রবিবার রাতে বারুইপুর এলাকার ১৭জনের একটি পুণ্যার্থীর দল শেওড়াফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিল। সিঙ্গুরের দেশাপাড়া এলাকায় তারা বিশ্রাম নেবার জন্য বসে পড়ে। সেখানে রাস্তার পাশে একটি ইলেকট্রিক ট্রান্সফর্মার ছিল। পূর্নার্থী দলের একজনের হাতে একটি বড় রডের সাথে ঝান্ডা লাগানো ছিল বলে তাদের দলের সদস্যরা জানিয়েছে । অসাবধান বশতঃ সেই ঝান্ডা ট্রান্সফর্মার সাথে সংযোগ হতেই আগুনের ফুলকি বের হয়ে বিকট শব্দ হয়। ঘটনায় দুজন পূর্নার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারায়।
সেখান থেকে তাদের উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত বলে জানায় চিকিৎসকরা , আর একজনকে গুরুতর আহত অবস্থায় শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়।
মৃত যুবকের নাম, সুমন নস্কর (১৭), বাড়ি বারুইপুর থানার বিন্ধ্যাখালি এলাকায়। চিকিৎসাধীন আহত যুবকের নাম দেব ঘরামি।