সিঙ্গুর থানার পক্ষ থেকে রাত্রিকালীন প্রহরা ও স্বর্ণকারদের দোকানে টহলদারী
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : দেশের রাজধানী দিল্লীর ভয়াবহতার রেশ এখনও বর্তমান। এমতাবস্থায় পশ্চিমবঙ্গেও সীমান্তবর্তী এলাকা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় চলছে নজরদারি।
বিভিন্ন জায়গার পাশাপাশি এবার হুগলী গ্রামীণ জেলা পুলিশের সিঙ্গুর থানার পক্ষ থেকেও এলাকার বিভিন্ন স্বর্নকারদের দোকারান এর পাশাপাশি অন্যান্য দোকানেও প্রশাসনের পক্ষ থেকে রাত্রিকালীন টহলদারী চালানো হয়।
সোনার দোকানের সামনে 👉সিঙ্গুর থানার প্রশাসন

ইদানীং কালে জেলার বেশকিছু জায়গায় শীতকালে সোনার দোকানে দুষ্কৃতীদের
হানার পরে মানুষজন যেভাবে টথস্ত, তারপরে প্রশাসনের পক্ষ থেকে রাত্রিকালীন টহলদারী ও দোকানদার এছাড়াও সাধারণ মানুষের সাথে কথোপকথন, যা মানুষের মনোবল বৃদ্ধিতে যথোপযুক্ত বলে মনে করছেন এলাকাবাসী।
শনিবার ২২ নভেম্বর ২০২৫ এ সিঙ্গুরের একাধিক জায়গায় সোনার দোকানদারদের ও বাজারের অন্যান্য দোকানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সিঙ্গুর থানার পুলিশ বিভিন্ন বাজারে ঘুরছে এবং দোকানদারদের সাথে সেই সব বিষয় নিয়ে আলোচনা করছে।
সিঙ্গুর টিভি নিউজ এর ক্যামেরায় ধরা পড়লো প্রশাসনের রাত্রিকালীন টহলদারীর বেশকিছু ছবি।
Night patrols by Singur Police Station and patrols by goldsmiths’ shops, as well as the administration





