সিঙ্গুরে নয়নজুলি বুজিয়ে কংক্রিটের চাঙড়, কৃষিজমি ধ্বংসের অভিযোগে প্রতিবাদে ফুঁসছেন গ্রামবাসীরা
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক :
সিঙ্গুরে সরকারি নয়নজুলি বুজিয়ে কংক্রিটের চাঙড় তৈরির অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক জলনিকাশি ব্যবস্থা হিসেবে ব্যবহৃত নয়নজুলিকে পরিকল্পিতভাবে বুজিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই বর্ষা এলে ভয়াবহ জলজটের আশঙ্কা বাড়ছে।
স্থানীয় কৃষকদের দাবি, প্রশাসনের নাকের ডগায় অবৈধ নির্মাণ চললেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নয়নজুলি বুজিয়ে কংক্রিটের চাঙড় তৈরি হওয়ায় জমিতে স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে চাষবাসে। অনেক কৃষকের আশঙ্কা, জল বেরোনোর পথ বন্ধ থাকায় আসন্ন বর্ষায় ফসল পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
গ্রামবাসীদের আরও অভিযোগ, যে নালাটি বুজিয়ে দেওয়া হচ্ছে তা সরকারি নথিভুক্ত জলনিকাশি ব্যবস্থা। প্রশাসনের অনুমতি ছাড়াই কীভাবে ওই নালার ওপর কংক্রিটের নির্মাণ চলছে, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের বক্তব্য, সরকারি নালা বুজিয়ে দেওয়ার কোনও আইনগত অধিকার কারও নেই।
এই ঘটনার প্রতিবাদে এদিন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা একত্রিত হয়ে অবিলম্বে অবৈধ নির্মাণ বন্ধ ও নয়নজুলি পুনরুদ্ধারের দাবি জানান। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পঞ্চায়েতের সদস্যা অজ্ঞনা কোলের বক্তব্য,
“গ্রামের কৃষকদের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়টি পঞ্চায়েতে জানানো হয়েছে। আমরা কখনোই চাই না কৃষকদের ক্ষতি হোক।”
সব মিলিয়ে, সিঙ্গুরে নয়নজুলি বুজিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।





