ভোটার তালিকা শুনানিতে অমানবিকতা!
বিশেষ চাহিদা সম্পন্ন মাকে টেনে নিয়ে যেতে বাধ্য ছেলে—সিঙ্গুর বিডিও অফিসে মানবিকতার প্রশ্ন
সিঙ্গুর | নিজস্ব সংবাদদাতা | সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত SIR হেয়ারিং কেন্দ্রে উঠে এল এক হৃদয়বিদারক দৃশ্য। বিশেষ চাহিদা সম্পন্ন বৃদ্ধা মহিলাকে ট্রাই সাইকেলে বসিয়ে টেনে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সর্বত্র।
ঘটনার কেন্দ্রে রয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা সন্ধ্যা পাল। ভোটার তালিকায় নাম তোলার শুনানির জন্য তাঁকে সিঙ্গুর ব্লক অফিসে আসতে বাধ্য করা হয়। শারীরিক অক্ষমতার কারণে তাঁর ছেলে রঘুনাথ পাল মাকে ট্রাই সাইকেলে বসিয়ে বহু কষ্টে হেয়ারিং কেন্দ্রে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ অপেক্ষা ও প্রশাসনিক জটিলতার কারণে চরম হয়রানির শিকার হন সন্ধ্যা পাল। কষ্টে বারবার শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। এই দৃশ্যই প্রশাসনিক ব্যবস্থার মানবিক মুখের অভাবকে নগ্ন করে দেয়।
নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করার কথা। অথচ সেই নির্দেশ কার্যত উপেক্ষিত হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে।
এই ঘটনার ছবি ও খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মহলে ক্ষোভ দানা বেঁধেছে। মানবিকতা ও সংবেদনশীলতা ছাড়া গণতন্ত্র অর্থহীন—এমন মতও উঠে আসছে।
এখন দেখার বিষয়, এই ঘটনার পর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।





