সিঙ্গুরে উৎসবের আমেজ: আজ থেকে শুরু ঐতিহ্যের ‘সিঙ্গুর মেলা ২০২৬’
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর | ৩ জানুয়ারি ২০২৬
হুগলী জেলার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী লোকমেলা ‘সিঙ্গুর মেলা’ আজ থেকে শুরু হলো তার ২৩তম বর্ষে। শনিবার বিকেল ৫টায় সিঙ্গুর বি.ডি.ও. অফিস সংলগ্ন সামুখী মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ-অভিনেতা দেব
ওরফে দীপক অধিকারী এবং জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জী।
⭐ তারকাখচিত উদ্বোধন, উপচে পড়া ভিড়
উদ্বোধনী মঞ্চে টলিউডের মেগাস্টার দেব ও রচনা ব্যানার্জীর উপস্থিতি ঘিরে সকাল থেকেই মেলা চত্বরে লক্ষ্য করা যায় উৎসবের উন্মাদনা। প্রিয় তারকাদের এক ঝলক দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পার্শ্ববর্তী ব্লকের মানুষজন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন, শিক্ষা ও জনপ্রতিনিধি মহলের একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব—
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথ
রাণী রাসমণি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা
আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ
হুগলী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া
সিঙ্গুর ব্লকের বি.ডি.ও. সৌভিক ঘোষাল
সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ
🛍️ মেলার মূল আকর্ষণ
প্রতিবারের মতো এবারও মেলায় বসেছে শতাধিক স্টল।
হস্তশিল্প, গৃহস্থালির সামগ্রী, পোশাক, বাহারি খাবারের দোকানের পাশাপাশি ছোটদের জন্য থাকছে নাগরদোলা ও বিভিন্ন বিনোদনমূলক রাইড।
প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।
🚨 কড়া নিরাপত্তা ব্যবস্থা
মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জপসী গ্রামীণ পুলিশের অধীক্ষক কামনাশীষ সেন জানান,
“মেলা চত্বরে সিসিটিভি ক্যামেরা, সাদা পোশাকের পুলিশ ও পর্যাপ্ত নজরদারি রাখা হয়েছে, যাতে মানুষ নিশ্চিন্তে মেলা উপভোগ করতে পারেন।”
📅 মেলার সময়কাল
এই ঐতিহ্যবাহী সিঙ্গুর মেলা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।