১৮ জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, মাঠ খোঁজে বিজেপির রাজ্য–জেলা নেতৃত্ব
Singur Rally: ১৮ জানুয়ারি সিঙ্গুরে মোদীর জনসভা | BJP Inspection
নিজস্ব সংবাদদাতা | সিঙ্গুর, হুগলি :
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরের মাটিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই তথ্য জানিয়েছেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সভাস্থল চূড়ান্ত করতে এদিন সিঙ্গুরের গোপালনগর এলাকায় একাধিক জমি ও মাঠ পরিদর্শন করেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব।

এদিন বিজেপি নেতৃত্ব সিঙ্গুরে টাটা মোটরসের ছেড়ে যাওয়া জমি সহ সংলগ্ন একাধিক মাঠ ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন বিজেপি হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সম্পাদক দীপাজ্ঞন গুহ সহ একাধিক নেতা। জেলা নেতৃত্ব জানিয়েছে, সিঙ্গুরের নির্দিষ্ট মাঠে সভা সম্ভব না হলে, সংলগ্ন এলাকার অন্য কোনও মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে গৌতম চট্টোপাধ্যায় বলেন,
“প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছেন। টাটাদের জমি ছাড়াও অন্য জমিও দেখা হচ্ছে। যেটা পছন্দ হবে, সেখানেই সভা হবে। এখান থেকে টাটাদের বিতাড়িত করেছে তৃণমূল কংগ্রেস। মানুষের একটা সেন্টিমেন্ট রয়েছে।”

তিনি আরও দাবি করেন, সিঙ্গুরের মানুষ না পেয়েছে শিল্প, না পেয়েছে জমির সঠিক ব্যবহার।
“২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে আমরা টাটাকে আবার ফিরিয়ে আনব—এটাই আমাদের প্রতিশ্রুতি,” বলেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিঙ্গুর থেকেই একসময় তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটেছিল। সেই সিঙ্গুরকেই সামনে রেখে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে বিজেপি। তিন ফসলি জমি, শিল্পায়ন ও জমি আন্দোলনের আবেগকে কেন্দ্র করেই এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকায়।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শেষে সিঙ্গুরের ভবিষ্যৎ নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।






