চাঞ্চল্যকর চুরির-কাণ্ডে সিঙ্গুর থানার দারুণ সাফল্য
হুগলি গ্রামীণ পুলিশের অভিযানে মূলচক্র ভেঙে গ্রেফতার ৩, উদ্ধার সোনার অলঙ্কার
সিঙ্গুর টিভি নিউজওয়েভডেস্ক, সিঙ্গুর, হুগলি: গত ০৭.০৮.২০২৫ তারিখ রাত ৯:২৫ মিনিটে সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ মাননীয় সুদীপ্ত সাধুখাঁন মহাশযের নিকট এক গুরুতর চুরির অভিযোগ দাখিল করেন অভিযোগকারী দিলোয়ার হোসেন যিনি সিঙ্গুর থানার অন্তর্গত পাইরাউড়া গ্রাম, বাসিন্দা। অভিযোগে জানা যায়, তিনি ও তার ভাই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকাকালীন ০২.০৮.২০২৫ তারিখ রাত ১:৪৫–২:০০টার মধ্যে দুইজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্রসহ বাড়িতে অনুপ্রবেশ করে তালা ভেঙে বেশ কিছু সোনার অলঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনাস্থলে বিছানার লকার ও আলমারির লকার ভাঙা অবস্থায় পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় মামলা নং 431/25, তারিখ 07.08.2025 রুজু হয় এবং বড়বাবু নির্দেশে তদন্তভার দেওয়া হয় হয় পি.এস.আই শমিত সাম মহাশয়ের উপর।
প্রাথমিক তদন্তে প্রাপ্ত সূত্র ধরে ও হুগলি গ্রামীণ পুলিশের SOG টিমের সহযোগিতায়, তদন্তকারী আধিকারিক ১৪.১১.২০২৫ তারিখ পোলবা থানার এলাকায় অভিযান চালিয়ে পূর্ণ চন্দ্র ধক (৩২)-কে গ্রেপ্তার করেন। পরের দিন মহামান্য আদালতে পেশ করলে মহামান্য আদালত ৩ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
পুলিশি হেফাজতে পূর্ণ চন্দ্র ধকের স্বীকারোক্তিমূলক বয়ানের প্রেক্ষিতে ও ওসির নির্দেশে SOG-এর সহযোগিতায় তদন্তকারী অফিসার বীরভূম জেলার তারাপীঠ থানায় অভিযান চালান । অভিযানে ১৫.১১.২০২৫ তারিখ একটি নামী হোটেল থেকে
ইয়াজুল মল্লিক এবং অজয় দুলে নামে আরও দুই অভিযুক্তকে আটক করা হয়।
১৬.১১.২০২৫ তারিখ তাঁদের মহামান্য আদালতে পেশ করলে মহামান্য আদালত উভয়ের ৫ দিনের পুলিশি হেফাজত প্রদান করেন।
পুলিশি হেফাজতে বিস্তৃত জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, যার ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে কিছু পরিমাণ সোনার অলঙ্কার উদ্ধার করা হয়।
তদন্তে উঠে এসেছে— উল্লিখিত তিনজন সহ আরও কিছু ব্যক্তি সিঙ্গুর, পোলবা, দাদপুর সহ আশপাশের বিভিন্ন থানায় সংঘটিত একাধিক চুরি অন্যান্য অপরাধের ঘটনায় যুক্ত। এই অপরাধচক্রকে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।


