সিঙ্গুর থানার পুলিশের তৎপরতায় মাত্র ৩ ঘন্টায় অপহৃত ব্যক্তি উদ্ধার এবং ঘটনায় জড়িত ৫ ব্যক্তি
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক, সিঙ্গুর, হুগলী : গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিকাশ মোসেল নামের এক বাক্তি প্রতিদিনের ন্যায় কর্মস্থলের উদ্দেশ্যে শেওরাফুলি রওনা দেন, তবে কাজ শেষের পর তিনি নির্ধারিত সময়ে আর বাড়ি ফিরে আসেননি। পরবর্তী দিন, অর্থাৎ ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ১২ টার সময়, বিকাশ মোসেল এর স্ত্রী চৈতালি মোসেল (অভিযোগকারিণী) এর মোবাইলে এই (৭৯৮০৮৫২৩৯৬) ফোন নম্বর থেকে একটি ফোনকল আসে তার কাছে। কলটি ছিল তাঁর স্বামীর, যিনি জানান যে তাঁকে অপহরণ করা হয়েছে এবং তিনি বর্তমানে বাঁকড়া এলাকার একটি গ্যাস গুদামে আটকে রয়েছেন। অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১৩,০০,০০০(তেরো লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে।
উক্ত ঘটনার ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি মামলা রুজু করা হয়, ভারতীয় ন্যায় সংহিতা 2023 এই ধারা 140(2)/127(2)/61(2) মাধ্যমে যার নাম্বার নং 487/25 তারিখ-03.09.2025 এবং তদন্তের দায়িত্ব প্রদান করা হয় সিঙ্গুর থানায় এসআই বাপি হালদার মহাশয়কে। পরে সিঙ্গুর থানার বড়বাবু সুদীপ্ত সাধুখাঁ মহাশয় ও হুগলী রুরাল পুলিস ও এসওজি (Special Operations Group)-এর সহায়তায় অভিযান পরিচালনা করে, ঘটনাস্থল হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়ার সংশ্লিষ্ট গ্যাস গুদাম থেকে অপহৃত বিকাশ মোসেলকে উদ্ধার করা হয় এবং ৫ জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
যাদের নাম ও ঠিকানা নিম্নরূপ:
১. প্রশান্ত বণিক, পিতা: মৃত: জয়দেব বণিক ঠিকানা – ধসরা পাল পাড়া, জিপ কলোনি, থানা: জগাচা, জেলা: হাওড়া
২. রোনিত সাহা, পিতা: ভবতোষ সাহা, ঠিকানা : বিরাটী, থানা: বিমানবন্দর, জেলা: উত্তর ২৪ পরগনা
৩. কৌশিক শাহী, পিতা – মৃত কৃষ্ণা শাহী, ঠিকানা : বাঁকারা মিশ্র পাড়া, থানা: ডোমজুর, জেলা: হাওড়া
৪. শুভজিত চৌধুরী, পিতা: অসিত চৌধুরী, ঠিকানা : বাঁকারা মিশ্র পাড়া, থানা: ডোমজুর, জেলা: হাওড়া
৫. নিতাই হরি দাস, পিতা: কার্তিক দাস, ঠিকানা : বাঁকারা রাজীব পল্লী, থানা: ডোমজুর, জেলা: হাওড়া
এর সাথে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং কিছু আধা-ফাঁকা স্ট্যাম্প কাগজ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিকাশ মোসেল ধৃত ব্যাক্তিদের থেকে ঋণ পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই টাকা ফেরত না দেওয়ায় অভিযুক্তরা টাকা আদায়ের উদ্দেশ্যে তাঁকে জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে নিগ্রহ করে।
পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সমস্ত দোষীদের আজ ইং 04.09.2025 তারিখে চন্দননগর মহকুমা আদালতে পেশ করে হয়েছে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন সহ, যাতে এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্ত ব্যাক্তিদের অতি দ্রুত সন্ধান করা যায় ও বিচারের আওতায় আনা যায়। সিঙ্গুর থানার এই দুঃসাহসিক কর্মকাণ্ডকে সিঙ্গুর থানার বড় বাবু সুদীপ্ত সাধুখাঁ মহাশয় তথা হুগলি জেলা পুলিশ কে সাধুবাদ জানিয়েছেন অভিযোগকারীনি ও তার পরিবার সহ এলাকার সমত ব্যাক্তিবর্গ।