সাইবার প্রতারণার জালে হুগলী গ্রামীণ জেলা পুলিশের সাইবার থানার সাফল্য
সাইবার থানা হুগলী, ১৮ আগস্ট:
গৃহ মন্ত্রক (MHA)-এর অধীনস্থ I 4C ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল-এ একাধিক অভিযোগ আসার পর হুগলী গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানায় রুজু হলো মামলা নং – ১৭/২৫ (ধারা ৬১(২)/৩১৯(২)/৩১৮(৪)/৩১৬(২) BNS অনুযায়ী)। অভিযোগ দায়ের করেন সাব-ইন্সপেক্টর মৌ হীরা। মামলার তদন্তভার পান এএসআই চিরঞ্জিত বাগুই।
অভিযোগ অনুযায়ী, অচেনা নম্বর থেকে ফোন ও এসএমএস করে “ই-বাইকের যন্ত্রাংশ কিনবেন?”—এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল।
তদন্তে উঠে আসে, এই প্রতারণা চক্রের মূল হোতা হলেন আরিক ভট্টাচার্য (পিতা – অশোক ভট্টাচার্য), বাড়ি—তালপুর গ্রাম, তারকেশ্বর থানা, হুগলী। তিনি ও তাঁর সহযোগীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হাতিয়ে নেন মোট ₹১,০৮,২০০ টাকা ও বেশি। এমনকি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে জাতীয় সাইবার পোর্টালে জমা পড়েছে অন্তত ১১টি অভিযোগ।
হুগলী গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানার তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই প্রতারণার সাথে আরও কারা জড়িত।
জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে—অপরিচিত ফোনকল বা এসএমএস-এর প্রলোভনে পা না দিতে এবং কোনও প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত থানায় বা জাতীয় সাইবার পোর্টালে অভিযোগ জানাতে।