স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হলো সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, সিঙ্গুর, হুগলী : হুগলী গ্রামীণ জেলা পুলিশের অন্তর্ভুক্ত সিঙ্গুর থানার উদ্যোগে স্বয়ংসিদ্ধা অনুষ্ঠিত হলো।
এদিন স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হলো সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ও সহ শিক্ষিকারাও কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, গার্হস্থ্য হিংসা প্রভৃতি সামাজিক ব্যাধির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা হলো।।