সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক : নন্দীগ্রামের সমবায় ভোটে হেরে মুখ পুড়েছে তৃণমূলের। সেখানে সমবায়ে জিতেছে বিজেপি। কিন্তু সিঙ্গুরের সমবায় এবার ছিনিয়ে নিলো তৃণমূল।
রাজ্য থেকে বামেরা নিশ্চিহ্ন হলেও এই সমবায়তে রয়ে গিয়েছিলো বামেরা। এবার সেখান থেকেও সম্পূর্ণ বিদায় নিলো বামেরা। কেবলমাত্র একটি জায়গাতেই বামেরা তাদের নিভতে বসা প্রদীপটা জ্বালিয়ে রেখেছিল।
এবার নিভলো প্রদীপ। এবার সিঙ্গুরের সেই সমবায় সমিতির দখল নিল তৃণমূল।
এবার গোটা রাজ্য জুড়ে লোকসভা ভোটে যথেষ্ট সুন্দর ফলাফল করেছে তৃণমূল। তবে নন্দীগ্রামের একটি সমবায় ভোটে হেরে গিয়েছে তৃণমূল। কিন্তু মান রক্ষা হল সিঙ্গুরে। দীর্ঘদিন ধরে যে সমবায় ছিল বামেদের দখলে সেই সমবায় এবার চলে গেল ঘাসফুলের হাতে। গত ৩৫ বছর ধরে এই বোর্ড ছিল বামেদের দখলে। সেটাই এবার চলে গেল তৃণমূলের কাছে।
সিঙ্গুর বিধানসভার নসীবপুর এলাকায় গোবিন্দপুর সমবায় সমিতি ভোট ছিল। সেখানে কার্যত সবুজ সুনামি। সেই সুনামিতে কোথায় যে ভেসে গেলেন বামেরা। ফল বের হতে দেখা গেল ৪৫-০ আসনে জয়ী তৃণমূল। বিজেপি সমর্থিত ১২জন প্রতিনিধি লড়াই করেছেন। কিন্তু দাগ কাটতে পারেননি।
এদিকে এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছিল এলাকায়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। অশান্তি শুরু হতেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। এদিন তিনটি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছিল। মোল্লা সিমলা হাই মাদ্রাসা, গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের দিয়ারা সমবায় শাখা ও ভাণ্ডারদহ প্রাথমিক বিদ্যালয়ে এই ভোটদান পর্ব হয়েছিল। এই ভোটদানকে ঘিরে স্থানীয়দের মধ্য়ে উৎসাহ প্রবল ছিল। কিন্তু শেষ পর্যন্ত এখানে বামেরা ।
তৃণমূলের দাবি এখানে বাম ও বিজেপি একটি অলিখিত জোট করেছিল। কিন্তু তারপরেও জিততে পারেনি বামেরা।
তবে বাম জমানায় ও তার পরবর্তী সময়তেও সিঙ্গুরে ভালোই প্রভাব ছিল বামেদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকে। এদিকে এর আগেও ওই সমবায়তে আস্থা ভোটে বামেদের সরানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত সেই সমবায় থেকে সরতে বাধ্য হলেন বামেরা। সমবায় সমিতির দখল নিল তৃণমূল। উড়ল সবুজ পতাকা। সবুজ আবীরে ছেয়ে গেল চারদিক। নন্দীগ্রামে পরাজিত হলেও অন্তত সিঙ্গুর ফের মান রক্ষা করল তৃণমূলের। সেই সঙ্গে আরও দুর্বল হল বামেরা। ১৯৮৯ সালের পর এই প্রথম এটা বামেদের হাতছাড়া হল।