সিঙ্গুরে ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচারের সূচনা
সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না
সিঙ্গুর: রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিঙ্গুর বিধানসভা এলাকায় শুরু হলো ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচার। সবুজ পতাকা উড়িয়ে এই প্রচারের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্না।
২০১১ সাল থেকে মা–মাটি–মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই উদ্যোগ। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত ১৯টি গ্রাম পঞ্চায়েতের জন্য মোট ১৯টি ট্যাবলো উদ্বোধন করা হয়।
এই ট্যাবলো গুলি আজ থেকেই বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ ও পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূরপ্রসারী ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না।




