হুগলি জেলায় টর্নেডো, ভারসাম্য কি হারাচ্ছে প্রকৃতি?
সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক, বিশেষ প্রতিবেদন :- হুগলির পুড়শুড়া ধনেখালি জামালপুরে টর্নেডো তাণ্ডব। বিস্তীর্ণ লেখা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। টর্নেডো তান্ডব দেখে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি বলে দাবী স্থানীয়দের।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি জেলা এমন এক বৈচিত্র্যপূর্ণ ভৌগলিক অবস্থানে অবস্থিত যেখানে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করা যায়। একদিকে গঙ্গা নদী অপরদিকে মালভূমির অন্তিম সীমা এসে মিলিত হয়েছে এই হুগলি জেলার উপর। একদিকে কলকারখানার উষ্ণ আবহাওয়া অপরদিকে গঙ্গার শীতল বাতাস অনন্য করে তুলেছে, হুগলির পরিবেশ। কিন্তু অপরদিকে এই উষ্ণ শীতলের পার্থক্যই হলে গড়ে উঠছে টর্নেডোর মতো ঘূর্ণিঝড়। টর্নেডো একটি প্রাকৃতিক ঝড় যা পৃথিবীপৃষ্ঠে আবহাওয়ার উপর কঠোর প্রভাব ফেলে।
এটি মূলত সৃষ্টি হয় যখন প্রকৃতির উপর একপ্রকার নিম্নচাপ তৈরি হয় এবং একটি উচ্চ চাপ তাকে ঘিরে রাখে এই বিপরীতমুখী চাপ বায়ুপ্রবাহ তৈরি করে। যা একসময় ঝড়ে রূপান্তরিত হয়। এবং এটি কোন কোন সময় এতটাই প্রবল হয় যে ছোট ছোট জনপদে এর ক্ষয়ক্ষতি মারাত্মক আকার ধারণ করে। প্রাকৃতিকভাবে বিভিন্ন রকমের ঝড় দেখা যায় যেমন বরফ ঝড়, তুষার ঝড়, সামুদ্রিক ঝড়, অগ্নি ঝড়, বায়ু ঝড় ইত্যাদি। গ্রীষ্মপ্রধান দেশে এইসব ঝড়ের গতিবেগ ৫০-৫৫ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এইসব যে শুধু পৃথিবীতে দেখা যায় এমনটা নয় বৃহস্পতি গ্রহের এক ঘূর্ণিঝড় শত বছরের উপর বয়ে চলেছে। ঝড় দেখা যায় মঙ্গল গ্রহ থেকে শনি। এমনকি সূর্যের মধ্যেও ধুলিঝড় দেখা যায় বলে দাবী বিজ্ঞানীদের। এই টর্নেডো আমেরিকায় বিপুল ক্ষয়ক্ষতি চালিয়েছে একটু ইতিহাস ঘাটলেই সে তথ্য সকলেই জানতে পারবে।
তাই এই হুগলির টর্নেডো প্রাকৃতিকভাবে নতুন কিছু নয়। কিন্তু কলকারখানার দূষিত পরিবেশ এ টর্নেডো সৃষ্টির জন্য দায়ী বলে দাবি স্থানীয়দের। যদিও কয়েকদিন প্রবল বৃষ্টির ফলে ঠান্ডা আবহাওয়ায় আজ হঠাৎ রৌদ্রউজ্জ্বল ঝলমলে আবহাওয়ায় স্থানীয় বায়ুকে গরম করে তোলায় নিম্নচাপ তৈরি হয়ে টর্নেডো সৃষ্টি হয়েও থাকতে পারে বলে মত একাংশের।
গতকাল এই টর্নেডো দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগনার একাংশে আর আজ হুগলিতে যদিও প্রশাসনিকভাবে এই টর্নেডো থেকে কোন ক্ষয়ক্ষতির খবর নেই আজ। তবুও এই টর্নেডো যে আগামী দিনে যথেষ্ট চিন্তার কারণে থাকবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না।
প্রতিবেদক : সুমন পাত্র, তথ্য : আশিষ কুমার ঘোষ