রহস্যের আঁধারে ডোবা এক মর্মস্পর্শী ঘটনা দুর্গাপুর জাতীয় সড়কে
সিঙ্গুর টিভি ওয়েবডেস্ক: কলকাতা-দুর্গাপুর জাতীয় সড়কের এক নির্জন প্রান্তে, কে.এফ.সি ও মাঝিনানের মাঝামাঝি এলাকায়, শনিবার অর্থাৎ ১৫ নভেম্বর ২০২৫ সকাল ন’টা থেকে সাড়ে ন’টার মধ্যে এক মৃতদেহ পড়ে থাকার খবর মেলে। বিশেষ সূত্রে পাওয়া এই সংবাদ যেন এলাকায় ছড়িয়ে দেয় রহস্যের এক আঁচল।
ঘটনাস্থলে পৌঁছে যায় গুরাপ থানার বড়বাবু ও তাঁর টিম। তন্ন তন্ন করে খোঁজা হয় স্থানটি। মৃতদেহের আঘাতের চিহ্ন গুলি পরীক্ষা করে দেখা হয়, তোলা হয় অসংখ্য ফটো। কিন্তু, রহস্য আরও গভীর হয় যখন আশেপাশের কাউকেই কিছু জানা নেই! কেউ দেখেনি, কেউ শোনেনি… যেন এক ভুতুড়ে নীরবতা।
মৃতদেহটিকে নিয়ে যাওয়া হয় পলাশী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে ডাক্তারবাবু তাঁকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে রুজু হয় এক অস্বাভাবিক মৃত্যুর কেস, যার কেস নাম্বার Gurap PS U/D Case No. 15/25 Dt. 15.11.2025। কিন্তু এই মৃতদেহের পরিচয় কী? কে এই ব্যক্তি? প্রশ্নের উত্তর মেলেনি তখনও।
সুরতহাল রিপোর্ট তৈরির সময়ই মিললো প্রথম সূত্র! মৃতের পকেট থেকে উদ্ধার হয় একটি আধার কার্ড। কার্ডের তথ্য খোঁজা হলে জানা যায়, তিনি একজন গাড়ির ড্রাইভার। কিন্তু কীভাবে পড়ে রইলেন রাস্তার ধারে? দুর্ঘটনা নাকি… অন্য কিছু?
পুলিশ এবার জোরদার শুরু করে খোঁজাখুঁজি। আশেপাশের পেট্রোল পাম্প ও ধাবাগুলোতে মৃতের ছবি দেখাতেই এক পেট্রোল পাম্প থেকে মিললো এক ব্যক্তির সন্ধান, যে দাবি করল মৃত ব্যক্তিকে সে চেনে! তার কথায়, তিনি ছিলেন তার গাড়িরই খালাসি। গত রাত দুটো-তিনটের দিকে গাড়ি থেকে নেমে পাশের দোকানে কিছু কিনতে গিয়েই অজানা গাড়ির ধাক্কায় মারাত্তক জখম হন তিনি… আর ফিরে আসেননি।
> শনাক্তকারীর কথায় মৃতের পরিচয়: সুরেন্দ্র সিং, পিতা- গুরুদয়াল সিং, গ্রাম – কাসম্বি, পুলিশ স্টেশন- বাদালি আলা সিং, জেলা- ফাতেগর সাহেব, পাঞ্জাব। যিনি পাঞ্জাব থেকে আলুর বিজ এনে কলকাতায় বিক্রি করে আবার সরষের তেল লোড করে বারানসীর উদ্দেশে রউনা হয়েছিল। পরবর্তীতে শুরু হয় একটি বিশেষ ধারায় মামলা যার কেস নাম্বার Gurap PS case No. 268/25 Dt. 15.11.2025 U/S 281/106 (1) BNS.
ডাক্তারবাবু প্রাথমিকভাবে মৃত্যুর কারণ দুর্ঘটনা বলে মনে করলেও, রহস্যের পূর্ণচ্ছেদ হয়নি এখনও। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য। আসল সত্যিটা কী, যা চাপা পড়ে আছে অন্ধকারে? অপেক্ষা শুধু তারই..




