২৬-এর ভোটের আগে খানাকুলে জনজোয়ার, সুশান্ত ঘোষ–লকেট চ্যাটার্জীর মঞ্চে বার্তা
২৬-এর নির্বাচনের আগে আরামবাগ লোকসভায় শক্তি প্রদর্শন
খানাকুলে’র ‘পরিবর্তন সংকল্প’ জনসভায় জনসমুদ্র
নিজস্ব সংবাদদাতা, খানাকুল :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের অনেক আগেই আরামবাগ লোকসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। হুগলীর খানাকুলে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প’ জনসভায় উপচে পড়া জনস্রোত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল—এই এলাকায় নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে।
রবিবার অনুষ্ঠিত এই জনসভায় সকাল থেকেই খানাকুল ও সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মিছিল করে সভাস্থলে পৌঁছন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। জনসভা ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সভায় সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে মঞ্চে, যখন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ হুগলীর প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
দু’জনের উপস্থিতি ও পারস্পরিক সৌজন্য রাজনীতির অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
বক্তৃতায় নেতারা রাজ্যের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন, কর্মসংস্থান, কৃষক ও যুবসমাজের সমস্যা তুলে ধরেন। বক্তাদের কণ্ঠে বারবার উঠে আসে ‘পরিবর্তন’-এর আহ্বান। জনসভা জুড়ে সমর্থকদের স্লোগান ও করতালিতে স্পষ্ট ছিল নির্বাচনের আগে মাঠে নামার বার্তা।
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উৎসাহ ও অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মত, ২৬-এর নির্বাচনের আগে আরামবাগ লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে বিরোধী শিবির তাদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে চাইছে।
সব মিলিয়ে খানাকুলে’র এই ‘পরিবর্তন সংকল্প’ জনসভা আরামবাগ লোকসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মত রাজনৈতিক মহলের।





