রজত নিয়োগী বাবু পোলবা থানার অন্তর্গত এক কোম্পানির মালিক। তিনি চাল কেনার নামে বিজ্ঞাপন দেখে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তির সাথে তার পরিচয়, চাল কিনে দেবার নাম ওই ব্যক্তি রজত বাবুকে তিনবার তিনটি লোডেড লরির ছবি পাঠিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে। এবং তাকে আশ্বাস দেওয়া হয় যে এই তিন লরি আপনার গুদামে তাড়াতাড়ি চলে যাবে।এই বিশ্বাস করে রজত বাবু তাদের দুটি অ্যাকাউন্টে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা জমা করেন, সময় গড়িয়ে গেলেও চালের গাড়ি আর গুদামে আসে না বরং ওই ব্যক্তির ফোন সুইচড অফ হয়ে যায়,
রজত বাবু কাল বিলম্ব না করে তিনি সঙ্গে সঙ্গে cybercrime.gov.in এই portal এ গিয়ে তাড়াতাড়ি তার অভিযোগটি দায়ের করেন এবং সাথে সাথে তিনি পোলবা থানার দ্বারস্থ হন, অপরদিকে সাইবার থানা কামারকুন্ডু প্রত্যেকটি ট্রানজাকশন কে ভেরিফাই করে বেনিফিসিয়ারী অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ ২৬৩৫ টাকা রজত বাবুরএকাউন্টে ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনে।