৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে মালপত্র রাখায় হাওড়া স্টেশনে যাত্রী দুর্ভোগ
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে মালপত্র রাখা থাকায় চরম সমস্যায় পড়লেন যাত্রীরা। বুধবার এই ঘটনার জেরে স্টেশন চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
জানা গেছে, প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে রেলের মালপত্র রেখে দেওয়ার ফলে যাত্রীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়। ঘটনাচক্রে একই সময় দুটি ট্রেন একসঙ্গে স্টেশনে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিকল্প পথ না থাকায় বহু যাত্রীকে বাধ্য হয়ে রেললাইনের ওপর দিয়ে পারাপার করতে হয়, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ।
যাত্রীদের অভিযোগ, এমন ব্যস্ত স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করে প্ল্যাটফর্মের মাঝে মালপত্র রাখা সম্পূর্ণ অব্যবস্থাপনার পরিচয়। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন নিত্যযাত্রীরা।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাত্রীরা দ্রুত মালপত্র সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা বন্ধ করার দাবি জানিয়েছেন।





