ছদ্মবেশী ইডি অফিসার অভিযুক্ত শেখ জিন্না সাথে বিভিন্ন মন্ত্রীর ছবিতে আলোড়ন
সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : ইডি অফিসারের ছদ্মবেশে কোটি টাকার প্রতারণা, আর সেই অভিযুক্ত শেখ জিন্না আলীর সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের ছবি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বৃহস্পতিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেই সেই সব ছবি ফেসবুকে পোস্ট করে লিখলেন, ‘‘তোলাবাজ সরকারের আশীর্বাদ ছাড়া এ সম্ভব নয়!’’ তাঁর এই মন্তব্য ঘিরেই এবার রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
বৃহস্পতিবার সকালেই শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, ভুয়ো ইডি অফিসার শেখ জিন্না আলী রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং জামালপুরের বিধায়ক অলোক কুমার মাধির সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন।
কারও সঙ্গে তিনি হাসিমুখে হাত মেলাচ্ছেন, কারও সঙ্গে আবার অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন। ডানকুনি টোল প্লাজার শ্রমিক নেতা নিসার আলি মল্লিকের সঙ্গেও ছবি প্রকাশ্যে এসেছে জিন্নার আলির।
যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও নেতা বা অভিযুক্ত বিধায়কদের তরফে প্রতিক্রিয়া আসেনি।
তবে রাজ্যে চাকরি কেলেঙ্কারি, কসবা ল কলেজ ধর্ষণ-কাণ্ড, কয়লা-পাচার, এবার যোগ হল ভুয়ো ইডি পরিচয়ে কোটি টাকার প্রতারণা। আর এই প্রতারকের সঙ্গে তৃণমূল নেতাদের একাধিক ছবি এখন বিরোধীদের অস্ত্র। সাধারণ মানুষের প্রশ্ন, তৃণমূলের আশীর্বাদেই কি অপরাধীরা এতটা দাপুটে হয়ে উঠছে?
তথ্যচিত্র : শেখ মাবুদ আলী